Logo
×

Follow Us

জেলার খবর

৯০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১৩:৪১

৯০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

শামসুল আলম। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ৯০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৪) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। 

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

শামসুল লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১২-এর নুর আলমের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় শামসুলকে আটক করা হয়। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫