ফসলের মাঠ যেন সরিষা ফুলের সমারোহ। দিগন্তজুড়ে দুই চোখ যেদিকে যায় হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। সরিষা ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। এ যেন প্রকৃতি আপন মহিমায় সেজেছে।
ফুলের গন্ধ পাখির কিচিরমিচির শব্দ আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে তোলে। দিনাজপুরের বোচাগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা ইঙ্গিত করছে এই হলুদ ফুলের। এর ফলে সরিষা চাষিদের চোখে মুখে এ যেন আনন্দের ছোঁয়া।
সরিষা চাষি স্বপ্ন রায় বলেন, গত বছর অল্প জমিতে সরিষা আবাদ করেছিলাম। সরিষার দাম ভালো পাওয়ায় এবার ১ একর জমিতে সরিষা আবাদ করছি।
বোচাগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফ আফজাল বলেন, চলতি বছরে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২৫০ হেক্টর, আবাদ হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টরে। গত বছর ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল।
সরকার আগামী তিন বছরে সরিষার উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। তবে চলতি বছর আমাদের উপজেলায় সরিষা আবাদ ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সরিষা ফুল মৌমাছির গুঞ্জন উৎপাদন পরিকল্পনা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh