স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেক কৃষককেই স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে কৃষক সমাবেশ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই ভূমিকা পালন করছেন। স্মার্ট বাংলাদেশের প্রত্যেক মানুষ, প্রত্যেক কৃষকই হবে স্মার্ট।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ মানে যে ব্যক্তি নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে, দেশের প্রতিটি মাটিকে কাজে লাগাবে সে-ই স্মার্ট।
তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের স্মার্ট হতে হবে, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, সাংবাদিকদের স্মার্ট হতে হবে, প্রশাসনের কর্মকর্তাদের স্মার্ট হতে হবে। তাহলেই আমাদের স্মার্ট অর্থনীতি গড়ে উঠবে।
তিনি বলেন, দেশে ৬২ হাজার কৃষকের ব্যাংকে ১০ টাকার একাউন্ট রয়েছে। সরকারি বিভিন্ন অফিসের কাজের জন্য যেতে হয় না। ঘরে বসেই মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে পারছেন।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুইশ কৃষকের মাঝে দেড় শতক অনাবাদী জায়গার জন্য প্রায় ২৫-৩০ রকম বীজ, ৩৫ কেজি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh