Logo
×

Follow Us

জেলার খবর

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৭

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

গোদাগাড়ী মডেল থানা। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কামাল পৌর এলাকার সারাংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোদাগাড়ি মেডিকেল মোড়ে স্কুল ছাত্রীর ওড়না টেনে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে যৌন হয়রানি করেন কামাল। এসময় স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম যৌন হয়রানি করার অপরাধে কামালকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাসের কারাদণ্ড প্রদান করেন।

গোদাগাড়ী মডেল থানার (ওসি) কামরুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত কামালকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫