Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ২১:৪১

পুঠিয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর মানচিত্র

রাজশাহীর পুঠিয়ায় আসফিয়া চৈতী (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাহফুজ (২৫) ও তার নানা হাজিকুরের সহযোগিতায় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে চৈতীর বাবা ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকালে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে বিলমাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের মেয়ে চৈতীকে তাহেরপুর এলাকার মাহবুবের ছেলে মাহফুজ তার সহযোগীদের নিয়ে ঝলমলিয়া-মোল্লাপাড়া রাস্তা থেকে একটি মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করে। এ ব্যাপারে অপহরণকারীর নানা বিলমাড়িয়া গ্রামের হাজিকুর ঘটনাস্থলে সহযোগিতা করেন। চৈতী বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

চৈতীর বাবা আসাদুল ইসলাম জানান, অপহরণকারীর নানার বাড়ি আমাদের গ্রামে। মেয়েকে অপহরণের অভিযোগে মাহফুজসহ ছয়জনকে আসামি করে গত রবিবার থানায় অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। আমরা আমাদের মেয়েকে ফেরত চাই।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি। মেয়েটি ও অপহরণকারী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫