Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জে তরুণীকে গলা কেটে হত্যা, মা আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ২১:৩২

সুনামগঞ্জে তরুণীকে গলা কেটে হত্যা, মা আটক

তরুণীকে হত্যার ঘটনায় আটককৃত আছিয়া বেগম। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীকে (২১) হত্যার ঘটনায় মা আছিয়া বেগমকে (৫৬) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাতটায় পৌর শহরের হাজিপাড়া এলাকায় ঘটনা ঘটে। 

এ ঘটনায় সুনামগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সুনামগঞ্জ জেলা পৌর শহরের হাজিপাড়া এলাকায় রাতে মা আছিয়া বেগমের সাথেই নিজ বাড়িতে ঘুমায়। ভাইরা বাড়ির বাহিরে ছিলেন। রাতের কোনো এক সময় বাকপ্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর এর সাথে মা জড়িত থাকতে পারে সন্দেহ মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। মেয়েটি গলায় ছুড়ির আগাত রয়েছে। লাশ ঘরের মেঝেতে পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠায়। 

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ হত্যার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি জানান, মা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন। মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটাতে পারেন। নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫