ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৪ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় প্রচার-প্রচারণার মাঠ অনেকটাই নিষ্প্রাণ। সর্বশেষ মহাজোট থেকে দুইবার নির্বাচিত এমপি জিয়াউল হক মৃধা সরে দাঁড়িয়েছেন। এর আগে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তিন নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এখন চারজন। ফলে আলোচিত প্রার্থী বিএনপি থেকে পদত্যাগী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার পথ অনেকটাই পরিষ্কার।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে প্রচারণায় নেমেছেন তিনি। নিজের গ্রাম সরাইলের পরমানন্দপুরে সভা করেন। তবে একে একে শক্তিশালী প্রার্থীরা মাঠ ছাড়ায় প্রচার-প্রচারণা দৃশ্যমান নয়। ভোটারদেরও নির্বাচন নিয়ে আগ্রহ নেই তেমন। নির্বাচনের প্রচারণা সুষ্ঠুভাবে চলছে বলে জানান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।
প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার পদত্যাগে এ আসনটি শূন্য হয়। পরে তিনি আবার দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচনে আসেন। শুরুতে আওয়ামী লীগ তাদের দলের প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত ঘোষণা করে এই আসনে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন সরাইল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh