Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪০

গাইবান্ধায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফুল ইসলামকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. আরিফুল ইসলাম (৩৮) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

এছাড়াও বিভিন্ন মামলায় আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আব্দুল গোফফার রহমান, আব্দুল জোব্বার ফকির, নুরুন্নবী, রেজাউল করিম, ছামছুল জাইদুল হক, প্রীতি চন্দ্র সরকার।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মো. রায়হান আলী সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আজ বৃহস্পতিবার কোর্টে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫