ছদ্মবেশে চট্টগ্রাম হাসপাতালে দুদক, ২ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও  হাসান (২২)।

দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, দুদকের অভিযোগ নাম্বার ১০৬ এ সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। আমাদের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এসময় তারা সুলভ মূল্যে ওষুধ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেকে ২ দালালকে হাতেনাতে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দালালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কঠোর। দুদক এখানে অভিযান চালানোর কথা জানালে আমি তাদের আমন্ত্রণ জানাই। তারা এসে দুই দালালকে আটক করেন। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //