Logo
×

Follow Us

জেলার খবর

জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় স্কাউট ড্রেস বিতরণ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৫৭

জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় স্কাউট ড্রেস বিতরণ

স্কাউট ড্রেস বিতরণ করছেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় স্কাউট ড্রেস বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্কুলের ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কাউট ড্রেস বিতরণ করেন পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌর মডেল স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নের জন্য জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কাউট ড্রেস বিতরণ করা হলো। পৌর মডেল স্কুল এন্ড কলেজের কোমলমতী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতাসহ পৌর মেয়রের সহযোগিতা সবসময় থাকবে বলে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্য মেয়র বলেন, তোমরা দেশ তথা ঝিনাইদহের উজ্জ্বল ভবিষ্যৎ। মনোযোগ সহকারে পড়ালেখার মাধ্যমে মানসম্মত রেজাল্ট করে স্কুল, কলেজ, পরিবারসহ ঝিনাইদহের মুখ উজ্জ্বল করবে। আমি পৌর মেয়র হিজলসহ জাহেদী ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো।

এসময় আরো উপস্থিত ছিলেন- ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা. শাহানাজ পারভীন, পৌরসভা সচিব নূর মোহাম্মদ, মো. শফিক প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫