বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:০০ পিএম
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে থেকে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুব ভোরে পুলিশের একটি অভিযানিক দল স্বর্ণের বারগুলি জব্দ করে। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন- স্বর্ণ পাচারকারীর একটি চক্র সাদিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সাদিপুর সীমান্তের ব্রিজের কাছে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগের মধ্যে তল্লাশি করে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার জানান, স্বর্ণ পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বেনাপোল স্বর্ণের বার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh