Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে ইয়াবাসহ নারী আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

যশোরে ইয়াবাসহ নারী আটক

ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: যশোর প্রতিনিধি

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

আজ বুধবার (২৫ জানুয়ারি) ভোরে যশোর শহরের মণিহার বাসট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক নারী ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে যশোর আসছে। এর পর র‌্যাবের একটি টিম যশোর মনিহার বাসট্যান্ডের যাত্রীক পেট্রোল পাম্পের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় অনন্যা ইসলামের ব্যাগ থেকে দুই হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫