Logo
×

Follow Us

জেলার খবর

নড়াইল বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪২ জন জেলহাজতে

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৯

নড়াইল বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪২ জন জেলহাজতে

জেলা ও দায়রা জজ আদালত এলাকায় বিএনপি নেতাকর্মীরা। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলে দুটি নাশকতা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীসহ ৪২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।

নড়াইল জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে সারা দেশের ন্যায় নড়াইলের চারটি থানার বিভিন্ন এলাকায় ৩ ডিসেম্বর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং বিস্ফোরক আইনে চার থানায় পৃথক চারটি মামলা দায়ের করে পুলিশ।

এ মামলা দায়েরের পর আসামিরা হাইকোর্টে জামিন প্রার্থনা করলে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এদিকে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) অপর দুইটি মামলায় ৪৬জন বিএনপির নেতাকর্মীর জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন একই আদালতের বিচারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫