ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তের কায়বা থেকে ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো গ-৩২-২৭৫৮) জব্দ করে বিজিবি।
আটক দুই জন হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত দেবেন মোড়ল শমসের সর্দারের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুরের কচুয়া উপজেলার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (৩২)।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবির একটি অভিযানিক দল তাদের আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজি জানতে পারে, স্বর্ণের একটি বিশাল চালান ভারতের পাচারের উদ্দেশ্যে একটি চক্র প্রাইভেটকারসহ পাঁচকায়বা সীমান্তের কাছে অবস্থান করছে।
তখন বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে প্রাইভেটকারের থাকা দুই পাচারকারীকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মিটার বক্সের মধ্যে লুকানো অবস্থায় ৭০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh