Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:১৯

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ধর্ষণের ঘটনায় দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বোতাগছ গ্রামের মৃত নরুল হকেল ছেলে জয়নাল আবেদীন।

রায়ের বিবরণে জানা যায়, ধর্ষণের ঘটনায় ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বজলুর রশিদ বলেন, আদালত শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আসামিকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এতে করে বাদী এবং আমরা উভয়ে অনেক খুশি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫