Logo
×

Follow Us

জেলার খবর

আশুলিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে আটক ৪

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:২৬

আশুলিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে আটক ৪

জব্দকৃত ২২৪ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৪ আশুলিয়া নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র‍্যাব জানায়, রবিবার (২৯ জানুয়ারি) ও সোমবার (৩০ জানুয়ারি) র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বলিভদ্র ও শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ২২৪ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. পলাশ আলী (৩২) ও মো. মিরাজ (২৫), কুড়িগ্রাম জেলার মো. মিলন মিয়া (২৯) এবং রংপুর জেলায় মো. কৌশিক বাবু (২১)।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫