নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম
নোয়াখালী চৌমুহনী পৌরসভার উত্তর হাজিপুর আরিফ হোসেনের ছেলে আরিয়ান হোসেনকে (৫) এখনো সন্ধান করে পায়নি পুলিশ। এ নিয়ে শিশুটির পরিবারে চলছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তবে তদন্তপূর্বক শিশুটির সন্ধানে কাজ চলছে এমনটাই জানান বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
থানা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে টার দিকে বাড়ির পাশে শিশু আরিয়ান খেলাধুলা করছিলেন। পরে ছেলেকে না পেয়ে শিশুটির মা-বাবা আশেপাশে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। ৭ দিন ধরে নিখোঁজ আরিয়ানের অসহায় মা-বাবা অনেকটাই বাকরুদ্ধ।
স্থানীয় এলাকাবাসীদের তথ্য মতে, শিশুটি সুন্দর হওয়ায় অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ আরিয়ান এখনো উদ্ধার না হওয়ায় এলাকায় শিশু ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে নিখোঁজ আরিয়ানের বাবা আরিফ বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিকালে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খুঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে থানায় জিডি করি। আমার সাথে কারো শত্রুতা নেই। দুইজনের প্রতি সন্দেহ আছে। ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নোয়াখালী চৌমুহনী পৌরসভা নিখোঁজ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh