মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নরওয়ে প্রবাসী এমদাদুল হক বাবুলের বিরুদ্ধে জজ কোর্টের নিষেধাজ্ঞা অবমাননা ও সাইনবোর্ড ভাঙচুর ও স্থাপনা পরিবর্তনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাটুরিয়া বাজারের মৃত আব্দুল রহমানের ছেলে নরওয়ে প্রবাসী দুই ভাই এমদাদুল হক বাবুল ও হাবিবুল হকের মধ্যে সাটুরিয়া বাজারের ঊনিশ শতাংশ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জ জজ কোর্টে একাধিক মামলা ও নিষেধাজ্ঞা চলমান রয়েছে।
উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে এমদাদুল হক বাবুল নালিশী ভূমিতে থাকা সম্প্রতি আদালতের দেয়া নিষেধাজ্ঞা সাইনবোর্ড ও আট-দশটি সিসি ক্যামেরা ভেঙ্গে জমিতে থাকা স্থাপনার পরিবর্তন করেছেন।
এ বিষয়ে মোবাইলে বারবার চেষ্টা করেও এমদাদুল হক বাবুলের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হাবিবুল হক মুঠোফোনে জানান, আমি দেশের বাইরে থাকার কারণে কোন আইনের আশ্রয় নিতে পারছি না। আমার পক্ষে আবুল হোসেন নামে এক ব্যক্তি সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ দীর্ঘদিনের। অভিযোগ পেয়েছি, শান্তি শৃঙ্খলা বজায় আছে। আমাদের আওতায় যতটুকু আছে ততটুকু চেষ্টা করছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মানিকগঞ্জ সাটুরিয়া আদালত কোর্টের নিষেধাজ্ঞা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh