ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে যোগাযোগ বন্ধ থাকায় ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। তীব্র ঠাণ্ডায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাত ৩টার দিকে মাঝ পদ্মা নদীতে হঠাৎ করেই কুয়াশায় ছেয়ে যায়, ফেরির দিক-নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে কুয়াশার তীব্রতা কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh