Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১৩:৫৯

 কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মিজানুর রহমান। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পাওয়া হাউজ স্টেশন এলাকা থেকে দেশীয় তৈরি দুইটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব -১৫।

মিজানুর সদর উপজেলার বাসটার্মিনালস্থ লার পাড়ার বাসিন্দা ইয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে। 

গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর রাতে র‍্যাবের একটি টহল দল পাওয়ার হাউজ স্টেশনে পোঁছালে মিজানুর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব তাকে আটক করে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম)  আবু সালাম চৌধুরী।

তিনি জানান, আটককৃত যুবকের দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে সে জানান স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্য অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।

তিনি আরো জানান, মিজানুরের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫