মানিকগঞ্জে ডিলিং লাইসেন্স না থাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ২১:৪৭

মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যুবায়ের। এসময় ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে ২ দোকানিকে জরিমানা করা হয়।
আজ বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সারে ৬টার সময় বাসস্ট্যান্ড এলাকার পৌর আদর্শ মার্কেটে জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে ১৫ দিনের মধ্যে ডিলিং লাইসেন্স নেওয়ার অনুরোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়। কয়েক মাস পার হলেও অনেকেই এখন পর্যন্ত লাইসেন্স নেয়নি। এরই প্রেক্ষিতে বাসস্ট্যান্ডের পৌর আদর্শ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় টেসলকের ডিলার মটো স্টেশন ও শাকিব মটরসকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সেইসাথে পৌর আদর্শ মার্কেটের সাধারণ সম্পাদক রাজিব হাসানকে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।