ভোলার লালমোহনে শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো চিত্রা হরিণ। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা এলাকার একটি বিল থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পাশ দিয়ে হাঁটতে গিয়ে কয়েকজন হরিণটি দেখতে পেয়ে শিয়াল মনে করে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে হরিণটি লাফিয়ে পাশে থাকা একাটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে আইয়ুব নবী নামের এক যুবক উদ্ধার করে দেখতে পান হরিণ। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও পুলিশকে খবর দেন।
বন বিভাগের বিট অফিসার ও ধলীগৌরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হরিণটি উদ্ধার করে। পরবর্তীতে হরিণটিকে তজুমুদ্দিনের কেওড়া বাগানের গভীর বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগের লালমোহনের রেঞ্জ কর্মকর্তা আসিস কুমার দে বলেন, গভীর জঙ্গল থেকে পরিবেশগত কারণে চিত্রা হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরবর্তীতে হরিণটিকে উদ্ধার করে তজুমদ্দিনের শশী গঞ্জ এলাকার চর উইলের কেওড়া বাগানের গভীরে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে হরিণটি এই বাগান থেকেই লোকালয়ে এসেছে। এ বাগানে আরো হরিণ রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভোলা লালমোহন চিত্রা হরিণ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh