ব্রাহ্মণবাড়িয়ায় জাপার ২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর ২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সাংবাদিকদের জানান, ভোট চালুর পর সরাইল পশ্চিম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং আমার জাতীয় পার্টির নেতা এম.এ মুজিবকে পুলিশও তার নাম ধরে খুঁজে বেরাচ্ছে। এছাড়া রাজাপুর, পানিশ্বর, ছাদতলা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে। এমনিতেই ভোট এবং নির্বাচনের প্রতি সাধারণ জনগণের অনিহা। এর উপর ভয়ভীতি এবং বিরূপ আচরণের কারণে মানুষ ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে ফেরত যাচ্ছে।

এ পর্যন্ত প্রায় ২০ জনের মত এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, রাজাপুর, অরুয়াইল, পানিশ্বর আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে অন্যান্য দলের নেতা কর্মীরা জোর করে আমার এজেন্টদের বের করে দিচ্ছে। আমি রিটার্নিং অফিসারকে মৌখিক অভিযোগ জানিয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তবে দুই আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও আশাজনক কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না। 

তিনি আরো বলেন, গত ৪-৫ দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য এবং তাদের সরাসরি অবস্থানের ফলে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। যার প্রতিফল ঘটেছে ভোটের দিনে হতাশা জনক ভাবে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। 

প্রসঙ্গত, এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ তাদের কোনো দলীয় প্রার্থী দেননি। তবে ক্ষমতাশীন এই দলটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তারকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করছে। দলটির দাবি একজন সৎ ও ভালো মানুষ হিসেবে তারা উকিল সাত্তারের সাথে রয়েছেন। আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //