সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন)।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগ পন্থী পরিষদ থেকে সভাপতি ও সম্পাদকসহ মোট ১১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বাকি ছয়টি পদে জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবী পরিষদ।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
গোলাম মোহাম্মদ বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh