নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম
নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে ১১ জন এবং সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু আওয়ামী পরিষদে সভাপতি পদে অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সহ-সভাপতি পদে মো. ময়েন উদ্দিন প্রামানিক ও মো. মোফাজ্জল হক, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে কাজী হাসানুজ্জামান হাসান, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী ) পদে মো. তানজিমুল হক লিঙ্কন, সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি ) পদে মো. আশরাফুদ্দৌলা নয়ন এবং সদস্য পদে মো. রফিকূল ইসলাম
মন্ডল, এ এস এম আলতাফ হোসেন, মো. আবু সাঈদ সুমন, মো. শাকিল ইসলাম ও মো. জসিম উদ্দিন প্রামানিক।
এদিকে বংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-৩ এবং সদস্য পদে মো. মনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম-২ ও মো. গোলাম আজম।
উল্লেখ্য সভাপতি অ্যাডভোকেট খোদাদাদখান পিটু এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক-৩ স্ব স্ব পদে পুনঃনির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা বার এ্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা বিকেল ৩টা পর্যন্ত চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১ জন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুলতান মাহমুদ ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ৯টায় এই ফলাফল ঘোষণা করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নওগাঁ বার এ্যসোসিয়েশন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh