Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে বেড়াতে এসে শিশুর মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮

 কক্সবাজারে বেড়াতে এসে শিশুর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্র সৈকতে মারা গেলেন ইসরাত জাহান কলি নামে তেরো বছরের এক শিশু।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। 

ইসরাত জাহান বান্দরবান জেলার লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

তিনি বলেন, সকালে ইসরাত তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে আসেন কক্সবাজারে। পরিবারের সবাই সৈকতে ঘোরাঘুরি ও সমুদ্রস্নান শেষে বালিয়াড়িতে উঠে আসেন। দুপুর ১টার দিকে তারা বাড়ি ফেরার সময় সৈকতের বালিয়াড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান ইসরাত। স্বজনরা তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, দুপুর দেড়টায় শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫