ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩০

বক্তব্য রাখছেন সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ : ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ আর্ত-মানবতা ফাউন্ডেশনের (বাফ) উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় যুবসমাজে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।
স্থানীয় মেম্বার আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম।
এছাড়া উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, বাংলাদেশ আর্ত-মানবতা ফাউন্ডেশনের (বাফ) শওকত হোসেন সৈকত।