টাঙ্গাইলে ভালোবাসা দিবসে মায়েদের পা ধুয়ে সম্মান জানিয়েছেন দেড় শতাধিক শিশু শিক্ষার্থী। শিশু সন্তানদের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনটিকে স্বরণীয় করে রাখতে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের এসপি পার্কে প্রতিষ্ঠানটি পঞ্চম বারের মতো ভিন্ন আঙ্গিকে এমন আয়োজন করে।
এদিকে, সকাল থেকে মায়েদের হাত ধরে শিক্ষার্থীরা এসপি পার্কে উপস্থিত হতে থাকেন। সকাল ১০টা বাজার আগেই অনুষ্ঠানস্থলে দেড় শতাধিক শিশু শিক্ষার্থী তাদের মাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়। পার্কের উঁচু জায়গায় সারিবদ্ধভাবে বসেন মায়েরা। এরপর তাদের সন্তানেরা মগে পানি নিয়ে একসাথে দেড় শতাধিক মায়ের পা ধুয়ে দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। এসময় ভালোবাসার স্লোগানসংবলিত মায়ের গলায় মেডেল পড়িয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আবেগাল্পুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে উঠেন। এমন অনুষ্ঠান দেখতে কোনো কোনো শিক্ষার্থীর বাবাও উপস্থিত ছিলেন।
লায়লা খাতুন নামের এক অভিভাবক বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সন্তানের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পাবো তা কখনও ভাবিনি। এটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে সকল সন্তানরা তাদের মায়েদের আরও সম্মান করা শিখবে এবং যতœশীল হবে।
অনুষ্ঠানে আসা এক শিক্ষার্থীর অভিভাবক জান্নাত জিরিয়া বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাবো কখনো কল্পনা করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তাানের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জান্নাত জিরিয়া খান ছোঁয়া।
হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, ‘আমরা মনে করি ভালোবাসা দিবসে ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনও বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি আরও ভালোবাসা ও তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্যই আমরা এই ব্যতিক্রমী আয়োজন করে থাকি।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমন অনুষ্ঠান আমি প্রথম দেখলাম। এই সমস্ত ব্যতিক্রমী অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh