ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে খুন হওয়া ক্লুলেস মমতাজ হত্যা মামলার মূলহোতা শরীফকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ এর সদস্যরা।
ভুক্তভুগী মমতাজ বেগম (৩৩) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রঘুনাথপুর গ্রামের হারেজ মিয়ার মেয়ে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কালশী এলাকায় অভিযান চালিয়ে মমতাজ হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক হত্যাকাণ্ডের মূলহোতা শরীফকে গ্রেপ্তার করা হয়।
মমতাজ আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থাকতেন। তিনি নিকটবর্তী গামেন্টসে চাকরি করতেন। শরীফ গত এক মাস আগে মমতাজকে বাসা ভাড়া করে দেয়ার পাশাপাশি গামেন্টসে চাকরি নিয়ে দেয়। মমতাজ তার সম্পর্কে বিয়ান। সেখানে শরীফ নিয়মিত যাতায়াত করতেন। উভয়ের মধ্যে আর্থিক লেনদেন ও অভ্যন্তরীণ মনোমালিন্যের জেরে মমতাজকে হত্যা করার পরিকল্পনা করেন শরিফ। পরিকল্পনা অনুযায়ী মমতাজের বাসা পরিবর্তন করে নতুন স্থানে বাসা ভাড়া করে দেয়। একই সাথে মমতাজের নামে রেজিস্টার করা সীম দিয়ে শরীফ মামতাজের সাথে যোগাযোগ করেন। শরীফ পরিকল্পনা অনুযায়ী নিরাপদ জায়গা খুঁজতে থাকেন। ঘটনার আগের দিন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশের ঘটনাস্থল ভুট্টা ক্ষেত পরিদর্শন করেন। শরীফ গত ৮ জানুয়ারি বিকেল বেলা মমতাজকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধামরাই এলাকায় নিয়ে যান।
পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা ঘুরতে ঘুরতে ঘটনাস্থল ভুট্টা ক্ষেতের দিকে যান। ঘটনাস্থলে পৌঁছালে শরীফ তার সাথে থাকা রশি দিয়ে প্রথমে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে ও ভিকটিম যেন চেঁচামেচি করতে না পারে সেজন্য ভিকটিমের পরিহিত ওড়না দিয়ে মুখে বেধে শ্বাসরোধ করে হত্যা করেন।
হত্যার পর শরীফ ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি ঢাকা-আরিচা মড়াসড়কের সিএনবি নামক স্থানে ফেলে দিয়ে চলে যান এবং কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক জীবন যাপন করেন এবং তার কর্মস্থালে নিয়মিত যাতায়ত করেন।
পরবর্তীতে র্যাব তার বিষয়ে অনুসন্ধান করছে বুঝতে পেরে শরীফ আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় শরীফ সিলেট, গাজিপুর, ঢাকা মালিবাঘ, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে থাকেন এবং সে তার নাম পরিবর্তন করে জোবায়ের নামে পরিচয় দেন।
র্যাব আরও জানায়, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা ধামরাই আশুলিয়া হত্যা মামলা গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh