শেরপুরে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজের আয়োজনে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বসন্তকালের শুভেচ্ছা জানায়। পরে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ বসন্ত বরণের নানা আয়োজন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ তপন সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
এদিকে জেলার নালিতাবাড়ি উপজেলায় সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বসন্ত বরণ পালন করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর বসন্ত বরণ উৎসব
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh