১৪ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব। 

এর আগে, মঙ্গলবার সকালে র‍্যাবের একটি অভিযানিক দল ঢাকার বাড্ডা থানাধীন সাতারকুল রোডস্থ বিসমিল্লাহ মার্কেটে অভিযান চালায় আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের মৃত আব্বাস মিয়ার মেয়ে আজেদা বেগমের সাথে একই গ্রামের নইমুদ্দিমের ছেলে নজরুল ইসলামের বিয়ে হয়। আজেদা নজরুলের দ্বিতীয় স্ত্রী। সাংসারিক অভাব-অনটনের কারণে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো। 

২০০৮ সালের ২৩ মে দুপুরে নজরুল আজেদার বাড়িতে এসে পারিবারিক কলহের জেরধরে পুনরায় ঝগড়া বিবাদ শুরু করেন। একপর্যায়ে আজেদাকে জোর করে নজরুল নিজের বাড়ির দিকে টেনে হেছড়ে নিয়ে যেতে থাকে। এসময় নজরুল আজেদাকে পার্শ্ববর্তী ফসলি জমিতে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে (গলা কেটে) জবাই করে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যান। 

পরবর্তিতে এ বিষয়ে নিহতের ভাই মো. সুজন রাজা বাদী হয়ে শ্রীবর্দী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত ২০২০ সালের ১৪ অক্টোবর নজরুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদয়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

ঘটনার পর থেকেই নজরুল দীর্ঘ ১৪ বছর যাবত পলাতক ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //