Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে সড়কে ঝরল দুই প্রাণ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫

বরিশালে সড়কে ঝরল দুই প্রাণ

বরিশাল জেলার মানচিত্র। ফাইল ছবি

বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর কাশিপুর এবং দুপুরে গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা রহিম মল্লিকের ছেলে মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম রাহাত (৩১)। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

নিহত অপরজন গৌরনদীর পকটস্থল গ্রামের সোনা মিয়া প্যাদার ছেলে এবং নসিমন চালক রানা প্যাদা (৩০)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ‘গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক ও বিক্রয় প্রতিনিধি রেজাউল ইসলাম রাহাত নিহত হন।

এছাড়া দুপুর পৌনে একটার দিকে বরিশাল-ঢাকা গৌরনদী মহাসড়কের কটকস্থল এলাকায় যাত্রীবাহী বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক রানা প্যাদা নিহত হন বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫