বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে সোহেল খান (৩২) নামের এক ট্রলার শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বেলতলা খেয়াঘাটে চরমোনাই বাৎসরিক মাহফিলের মুসল্লিদের পারাপারের সময় এই ঘটনা ঘটে।
সোহেল বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আব্দুল জলিল খানের ছেলে। গত দুদিন আগে তিনি বেলতলা খেয়াঘাটে ট্রলার শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন।
বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বেলতলা খেয়াঘাটের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে চরমোনাই পীরের দরবারে ১৫ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী মাহফিল শুরু হচ্ছে।
তিনি বলেন, মাহফিলে আসা মুসল্লিদের নদী পারাপারের জন্য বেলতলা খেয়াঘাটে একটি ট্রলারে দাঁড়িয়ে ছিলেন সোহেল। এসময় পেছন থেকে আসা অপর একটি ট্রলার আকস্মিকভাবে ওই ট্রলারটিতে ধাক্কা দিলে সোহেল ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল কীর্তনখোলা নদী বেলতলা খেয়াঘাট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh