আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রচুর লাশ চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান। তাই মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, তারা (বিএনপি) প্রচুর লাশ চায়। সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক কিংবা বিএনপির হোক। নানা অপকর্ম করে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা করা হবে।
তিনি বলেন, তারেক জিয়া চাচ্ছেন বাংলাদেশে যেন নির্বাচনটা না হয়। কারণ তিনি মানি লন্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। অস্ত্র মামলা তার বিরুদ্ধে চলছে। তিনি জানেন সঠিক নির্বাচন হলে ১৫১ সিট তারা পাবেন না।
শামীম ওসমান বলেন, বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগোলিক সীমান্ত খুব ইম্পর্ট্যান্ট। এরই মধ্যে বেশকিছু জঙ্গি ধরা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হবে যেগুলো ঘটলে দেশকে ব্যর্থ রাষ্ট্র মনে হয়।
তিনি বলেন, রাজনীতি হলো গণিত। বিএনপি এখন নির্বাচন নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগকে আমি নাম দিয়েছি ‘আম্মা গ্রুপ’। যারা সিনিয়র লিডার এবং বেগম খালেদা জিয়াকে বেইজ করে রাজনীতি করেছেন এতদিন। আরেকটা গ্রুপ লন্ডনে থাকা ‘তারেক জিয়ার ফলোয়ার্স’। তাদের সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল ২০০৮ সালে। সবই তো তাদের লোক ছিল। সেখানেও বিএনপি মাত্র ২৯টি সিট পেয়েছিল।
আওয়ামী লীগের আলোচিত এই নেতা বলেন, একটি গণতান্ত্রিক দেশে একদল নিজেদের বুদ্ধিজীবী দাবি করে। আমার মনে হয় মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন হতে হবে। তারা যে প্ল্যান করছে সেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে।
তিনি আরো বলেন, আমার মনে হয়, মার্চ-এপ্রিল-মে-জুন এই সময়টায় যারা দেশের ভালো চান তাদের সবার সচেতন হওয়ার দরকার আছে। কারণ যে জিনিসটা তারা করার চেষ্টা করছে সেটি করল বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সব দলেই ভালো লোক আছে, বিএনপির মধ্যেও ভালো লোক আছে। আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সচেতন শামীম ওসমান নারায়ণগঞ্জ বিএনপি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh