ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ জীবন মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়।
জীবন মিয়া নগরীর কাঠগোলা এলাকার নুরুল ইসলামের ছেলে।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, গত রাতে জামালপুর থেকে চোরাই গরু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার খবর পাই। নগরীর কাঁচিঝুলি এলাকায় ওই ট্রাক থামানোর জন্য পুলিশ
সংকেত দিলে চোর চক্রের অন্তত ৭ থেকে ৮ জন সদস্য পালিয়ে যান। এসময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি গরু উদ্ধার করা হয় একই সাথে জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, জীবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা গরু নিজের কাছে রাখতেন এবং বিক্রি করতেন। জব্দ হওয়া ১০টি গরু জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির পর ট্রাকে করে নেত্রকোনায় পাঠানো হচ্ছিল।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। জীবনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh