কাল থেকে চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিভিল সার্জনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান কর্মশালায় সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৬৫১ জন শিশু এবং  ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ২৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ৩৪৪ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।  

কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দোলোয়ার হোসেন, জেলা সেনেটারী ইন্সেপেক্টর গোলাম ফারুক ও জেলা ইপিআই সুপারেন্টেন্ড রেহেনা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //