রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্টবোট ডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা তিনজনই শঙ্কামুক্ত রয়েছে বলছেন চিকিৎসক। সুস্থভাবে উদ্ধার করা আরো অর্ধশতাধিক পর্যটককে হোটেলে পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন- চায়না রাণী বর্মণ ও পুষ্প রাণী বর্মণ।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো পাশের পুরনো গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্যুরিস্ট বোটটিতে পানি ওঠে। পরে সেটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের পর্যটকবাহী বোটগুলো দুর্ঘটনায় ডুবে যাওয়া বোটের পর্যটকদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল যোগ দেয়।
এদিকে, ট্যুরিস্টবোট ডুবির ঘটনায় উদ্ধার হওয়া জয় চন্দ্র জানান, আমরা জয়পুরহাট থেকে শিবপূজা উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আসি। সেখানে পূজা শেষে আজকে সোমবার সকালে রাঙ্গামাটিতে বেড়াতে আসি। বোটযোগে ঘুরতে বের হয়ে সকালে একই জায়গা দিয়ে যাই এবং ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে গাছের সঙ্গে বোট ধাক্কা লেগে বোটে পানি ওঠে এবং বোটটি ডুবে যায়।
রাঙ্গামাটির সিভিল সার্জন (সিএস) ডা. বিপাশ খীসা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজনকে আনা হয়েছে। তারমধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে, তারা দুজনই বয়স্ক নারী। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তিনজনের মধ্যে দুইজন মহিলা ভালো আছেন। পুরুষ যিনি আছেন তিনি চিকিৎসাধীন, আমরা শঙ্কামুক্ত বলতে পারি। আমরা এ ঘটনায় খুবই দুঃখপ্রকাশ করছি।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ট্যুরিস্টবোট ডুবির ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থভাবে উদ্ধার হওয়াদের আবাসিক হোটেলে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি নৌকাডুবি মৃত্যু কাপ্তাই হ্রদ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh