বরিশাল সদর উপজেলার কাশিপুরে মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে। আরো একটিতে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
গত শনিবার গভীর রাতে চুরি ও চেষ্টা করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা বিষয়টি দেখতে পায়। তখন তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসআই রিয়াজুল ইসলাম বলেন, কাশিপুরের হাওলাদার বাড়ির মৃত আব্দুস ছত্তার হাওলাদারের কঙ্কাল চুরি হয়েছে। ২০১৭ সালে ৬৩ বছর বয়সে ওই ব্যক্তি মারা গেছেন।
তিনি আরো জানান, পাশের আরেকটি কবর খোড়া হয়েছিলো। কিন্তু কঙ্কাল বের করতে পারেনি। স্থানীয়দের বিষয়টি নিয়ে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে। কংকাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল কঙ্কাল চুরি বরিশালে কঙ্কাল চুরি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh