বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অধীন রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক পদে রদবদল করেছে সরকার।গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের আদেশে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করে বাংলাদেশ নৌ-বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়াকে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh