রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক পদে রদবদল

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অধীন রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক পদে রদবদল করেছে সরকার।গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের আদেশে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করে বাংলাদেশ নৌ-বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। 

অন্যদিকে, বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়াকে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //