ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পিকআপ খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১ মার্চ) দুপুরে কালিহাতিতে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপ কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যান। এসময় আহত হয় কমপক্ষে আরো ১৫ জন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা নিহত পিকআপ খাদে পড়ে নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh