Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে পিকআপ খাদে পড়ে নিহত ৩

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১৬:০৮

টাঙ্গাইলে পিকআপ খাদে পড়ে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পিকআপ খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) দুপুরে কালিহাতিতে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,  জামালপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপ কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যান। এসময় আহত হয় কমপক্ষে আরো ১৫ জন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫