ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বাজারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলা শহরের কবিরপুর নতুন ব্রিজ রোডের চৌরাস্তা মোড়ে শামীম স্টোরে মুদিদোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
লুটপাট করা মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, চাউল, তেল, মোবাইল মিনিট কার্ড, সিগারেট, সাবানসহ বিভিন্ন সামগ্রী।
কবিরপুর নতুন ব্রিজ রোডের চৌরাস্তা মোড়ের শামীম স্টোরের মালিক শারীরিক প্রতিবন্ধী শামীম জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও ১০টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। ভোরে এসে দেখেন, দোকানের একাধিক তালা ভাঙ্গা, সাটার খোলা।
এদিকে শহরের ব্যস্ততম প্রধান সড়কের সাথে এবং বাইপাস সহ কয়েকটি রাস্তার মোড়ের মুদি দোকানে লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। তারা দ্রুত ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, শৈলকুপার কবিরপুর, চৌরাস্ত,আবাসিক এলাকা, ঝাউদিয়া, ঝাউদিয়া আবাসন, ঝাউদিয়া ক্যানেল, গোবিন্দপুর, চরাঞ্চল, হাবিবপুরসহ এলাকায় চোরচক্র, গ্যাংগ্রুপ, ছিনতাইকারী, ডাকাতদল ও মাদক কারবারিদের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ বিভিন্ন সময় এলাকায় অভিযান চালিয়ে এদের অনেকে গ্রেপ্তার করলেও অপরাধ প্রবণতা কমেনি বরং দিনকে দিন বেড়েই চলেছে। সড়কে ডাকাতি, ঘরের গরু-ছাগল লুট, চাঁদা আদায়, ছিনতায়, জিম্মি করা সহ নারীদের এনে দেহ ব্যবসাও করানো হয় কয়েকটি স্থানে।
শামীম স্টোরের মুদি দোকানে যেভাবে ডাকাতি হয়েছে তাতে অনেকেই বিস্মিত হয়েছে। ঘটনার সাথে দুএকজন নয় বড় ধরনের শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে স্থানীয়দের ধারণা। কারণ রাস্তার সাথে দোকানে তালা ভেঙ্গে মালামাল লুটের সময় চক্রটির বেশকিছু গ্রুপ কাজ করেছে। সিন্ডকেটটির কোন গ্রুপ-ওয়াচার রাস্তা পাহারা দেয় আবার কোন গ্রুপ দোকানে ঢুকে মালামাল লুট, আবার কোন গ্রুপ তা যানবাহনে করে নিয়ে যায় বলে অনেকের ধারনা। তারা দীর্ঘ সময় ধরে এমন লুটপাট চালায়। ঐ এলাকায় স্থায়ী নাইটগার্ড না থাকায় চক্রটি সহজেই হানা দিতে পেরেছে বলে কেউ কেউ ধারনা করছে।
ঘটনা জানার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ নানা আলামত জব্দ করেছে। তবে এখনো কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কবিরপুরে শামীম স্টোরে চুরি-ডাকাতি যায় হোক অপরাধী চক্রের ধরা হবে, আইনের আওতায় আনাসহ গ্রেপ্তার করা হবে। এলাকায় পুলিশী অভিযান জোরদার করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ দুর্ধর্ষ ডাকাতি শৈলকুপা উপজেলা ডাকাতি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh