Logo
×

Follow Us

জেলার খবর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:৩৯

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় টাইব্রেকারে শেরপুর পৌরসভা দল নকলা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলায় ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে প্রথমে উভয় দলের ১১ জন করে খেলোয়ার গোক কিক নিলেও খেলা সমতা হয়। পরে গোল্ডেন গোলে শেরপুর পৌরসভা দল বিজয়ী হয়। 

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে স্বর্ণ খচিত গোল্ড কাপ এবং রৌপ্য খচিত রৌপ্যকাপ প্রদান করা হয়। 

এছাড়া চ্যাম্পিয়ান দলকে এক লাখ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা নগদ প্রাইজ মানি দেয়া হয়। 

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্য দেন সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ৫ উপজেলা ও ৩ পৌরসভার ৮ টি দল অংশ গ্রহণ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫