Logo
×

Follow Us

জেলার খবর

সন্তানের উপর মায়ের অভিভাবকত্বের দাবিতে মানববন্ধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:৪৩

সন্তানের উপর মায়ের অভিভাবকত্বের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

সন্তাদের উপর মায়ের অভিভাবকত্বের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার (১১ মার্চ) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক, তরুন দল ও নারী পক্ষ।

এ কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনগুলোর নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, ওয়েলফেয়ার এফোর্টসের (উই) পরিচালক শরিফা খাতুন, হেম বেইজড গার্মেন্টস নারী শ্রমিক সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ছাব্দার হোসেন, নারীপক্ষের সভাপতি রিতা সরকার, সদস্য কাজল রেখা, এ্যানী খাতুনসহ নারী নেতৃরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শিক্ষাক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই সন্তানের উপর মায়ের অভিভাবকত্বের অধিকার, অভিভাবকত্ব আইনে মা-বাবা দু’জনের সমান অধিকারসহ নানা দাবি করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫