Logo
×

Follow Us

জেলার খবর

আশুলিয়ায় ২ কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৪:৪২

আশুলিয়ায় ২ কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

রাস্তাটি উদ্বোধন করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উল্লাসের আমেজ সৃষ্টি হয়েছে। ছবি: আশুলিয়া প্রতিনিধি

ঢাকার অদুরে শিল্পাঞ্চল আশুলিয়ার পূর্বডেন্ডাবর এলাকার আর.ই.বি রোডের উদ্বোধন করায় এলাকাবাসীর গত ২০ বছরের ভোগান্তি দূর হতে চলেছে। 

আজ রবিবার (১২ মার্চ) দুপুরে এ রাস্তার উদ্বোধন করেন ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে চেয়ারম্যান জানান, এলজিইডি প্রকল্পের আওতাধীন আরসিসি ঢালাই দ্বারা রাস্তাটি নির্মিত হবে। এক হাজার ২৭১মিটার এই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি ২২ লাখ টাকা। রাস্তাটি নির্মিত হলে এই এলাকায় বসবাসকারীদের ভোগান্তি দূর হবে। 

এছাড়াও রাস্তাটি উদ্বোধন করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উল্লাসের আমেজ সৃষ্টি হয়েছে। 

এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস খান ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মন্ডল ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫