Logo
×

Follow Us

জেলার খবর

মেলান্দহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৫:৩৮

মেলান্দহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

অটোরিকশা। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে নাজমুল হাসান (১৭) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মরাডাংগী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল একই উপজেলারা চর বানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন নাজমুল। অনেক রাতেও তিনি বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। পরদিন রবিবার সকালে ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকার একটি পুকুরে তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার কিছুক্ষণ পর রেখিরপাড়া মরাডাংগী বিলের পানিতে নাজমুলের লাশ ভাসতে দেখা যায়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, নিহতের লাশ ও তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি নিশ্চিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫