আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:০১ পিএম
আপডেট: ১২ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম
ঢাকার অদূরে আশুলিয়ায় বংশী নদীর পাড়ে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।
আজ রবিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাটের বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এ অভিযান পরিচালনা করা হয়।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কয়েক বছর যাবত আশুলিয়ার নয়ারহাটের বংশী নদীর তীর দখল করে কিছু রাজনৈতিক ব্যক্তি দোকানপাট ভাড়া দিয়ে চাঁদা আদায় করছিলেন। পরে হাইকোর্ট কিছু দিন আগে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। পরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে ভেকু দিয়ে প্রায় ৯১টি স্থাপনা গুড়িয়ে দিয়ে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, নতুন করে কেউ এসব স্থাপনা আবার দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আশুলিয়া বংশী নদী উচ্ছেদ অভিযান
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh