বান্দরবানে নয় জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১৩:৪৪

র্যাবের হাতে গ্রেপ্তার জঙ্গিদের একাংশ। ছবি: প্রতিনিধি
বান্দরবানে সদর উপজেলার টংকাবতি এলাকা থেকে গতকাল রবিবার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার’ নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) সকালে বান্দরবান জেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
গ্রেপ্তার জঙ্গি সদস্যরা হলেন- ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার’ পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাই, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা আল আমিন সর্দার, ঢাকা জেলার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা সাইনুন রায়হান, সিলেটে বিয়ানী বাজার এলাকার বাসিন্দা তাহিয়াদ চৌধুরী, একই জেলার শাহপরান এলাকার বাসিন্দা লোকমান মিয়া, কুমিল্লা লাকসামের ইমরান হোসেন, ঝিনাইদহ জেলার বাসিন্দা আমির হোসেন, বরিশাল জেলার বাসিন্দা আরিফুর রহমান ও ময়মনসিং জেলার বাসিন্দা শামীম মিয়া। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও ৫-৬ জন জঙ্গি পালিয়ে যায় বলে জানান র্যাবের এই মুখপাত্র।
এনিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার বিভিন্ন পর্যায়ের ৫৯ জন সদস্য ও পার্বত্য অঞ্চল থেকে ৩৬ জন এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছর অক্টোবর থেকে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ির গহিন এলাকায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়া ও পাহাড়ে বম পার্টি হিসেবে পরিচিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনি।