টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও, কারাগারে যুবক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও আপলোড করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার চন্ডিপুরে রবিবার (১২ মার্চ) রাতে গ্রামবাসী এ ভিডিও আপলোড করার অভিযোগে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ সোমবার (১৩ মার্চ) সকালে ফারুককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়। এর আগে এ ঘটনায় চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিএস নজরুল ইসলাম বাদী হয়ে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ফারুক হোসেন উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজী বাড়ির আবু তাহের মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, ফারুক ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি টিকটক ভিডিও পোস্ট প্রদান করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে রাতেই ফারুককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মামলার বাদী জিএস নজরুল ইসলাম বলেন, ফারুক হোসেনের ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপত্তিকর টিকটক করে ফেসবুকে পোস্ট করেছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এমদাদ বলেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিএস নজরুল ইসলামের দায়ের এজাহার তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //