Logo
×

Follow Us

জেলার খবর

জাল টাকা রাখার দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ২১:২৯

জাল টাকা রাখার দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের মানচিত্র

লক্ষ্মীপুরে দুই হাজার টাকার জাল নোট রাখার দায়ে খোকন (২৯) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তার দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে ছিলেন না, গ্রেপ্তারের পর জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত খোকন গাজীপুরের টঙ্গীর আউচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর জেলার মুশরীগাও গ্রামের আজহার উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর রাতে খোকন লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী বাজারের জাহাঙ্গীর ট্রেডার্স নামক একটি দোকান থেকে দেড়শ টাকার পণ্য কিনে দোকানিকে একটি এক হাজার টাকার নোট দেন। সেটি জাল নোট হওয়ায় দোকানি জাহাঙ্গীরকে আটক করে। এসময় তার কাছে আরেকটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে পুলিশ খোকনকে আটক করে এবং এক হাজার টাকার জাল নোট দুটি উদ্ধার করে। পরদিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান বাদী হয়ে খোকনকে আসামি করে থানায় মামলা করে আদালতে সোপর্দ করে। ২০২২ সালের ১৮ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া খোকনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। 

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার এ মামলার রায় দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫