Logo
×

Follow Us

জেলার খবর

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৫৮

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মিলন হোসেন (১৫) উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের আব্দুল মতিনের ছেলে।  

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাজিরখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সন্ধ্যার দিকে মিলন নিজ বাড়ির পাশে একটি কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেবারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫